তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ
Share it

‘ভাইপো’ ইস্যুতে পূর্ব মেদিনীপুরের রামনগরে শনিবার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। এবার সেই অস্ত্রেই পালটা বিজেপিকে নিশানা বানাল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল ভবনে দলের মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি কৈলাশ বিজয়বর্গীয়কে চ্যালেঞ্জ জানিয়ে বলেন,সাহস থাকলে ‘ভাইপো’ না বলে নাম করে বলুন। দলের যুব নেতার চরিত্রহনন করতেই এই কুৎসা রটানো হচ্ছে বলে দাবি কুণাল ঘোষের।

একজন চিকিৎসকের ছেলে চিকিৎসক হতে পারলে, একজন আইনজীবীর ছেলে আইনজীবী হতে পারলে একজন রাজনৈতিক ব্যক্তির ছেলে বা পরিজন কেউ রাজনীতিতে আসতে পারবেন না কেন, সেই প্রশ্নও তোলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপিতেও এরকম অনেক উদাহরণ আছে। তাঁর দাবি, রাজনীতির লড়াইয়ে এঁটে উঠতে না পেরেই কুৎসা ও চরিত্রহননের পথ বেছে নিয়েছে বিজেপি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি এইভাবে ব্যক্তি আক্রমণের পথ বেছে নিলে, তৃণমূলও মিষ্টি খাওয়াবে না।

এখানেই থেমে যাননি কুণাল ঘোষ। কৈলাশ বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়র প্রসঙ্গ টেনে আনেন তিনি। মনে করিয়ে দেন মধ্যপ্রদেশে সরকারি কর্মীকে ব্যাট দিয়ে মারার ঘটনা। প্রশ্ন তোলেন, সেই সময় কেন মুখ খোলেননি কৈলাশজি। আকাশকে তাঁর দল ‘গুন্ডা’ বলেই মনে করে বলে জানিয়েছেন তৃণমূল মুখপাত্র।

সিন্ডিকেট প্রসঙ্গেও বিজেপিকে তোপ দাগেন কুণাল ঘোষ। বলেন, যে মঞ্চে দাঁড়িয়ে সিন্ডিকেটের কথা বলছেন, সেই সিন্ডিকেটকেই সমর্থন করেন মঞ্চে উপস্থিত নেতা। একসময় যে মুকুল রায়কে ‘ভাগ মুকুল ভাগ’ বলেছিল যে পার্টি, সেই পার্টিতেই কেন মুকুল রায়কে আশ্রয় দেওয়া হল সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

Share it