লাল-হলুদ গোল লোগো। তার মধ্যিখানে জ্বলন্ত মশাল। চোখের সামনে এই ছবি ভেসে উঠলেই ইস্টবেঙ্গল সমর্থকদের রক্ত গরম হয়ে যায়। ময়দানের বহু যুদ্ধের খণ্ডচিত্রে বাঁধানো আবেগে কাঁপতে থাকে শরীর। দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলের লোগো মশাল। কিন্তু, জনপ্রিয় এই ফুটবল ক্লাবের এহেন লোগোর পিছনের ইতিহাস কি আপনি জানেন ?
The flaming torch or moshaal first became East Bengal’s symbol in the 1930's, following Mahatma Gandhi's Satyagrah…
Posted by SC East Bengal on Wednesday, 28 October 2020
তাহলে বলি, সালটা ১৯৩০। ওই বছর ইস্ট বেঙ্গলের প্রতীক চিহ্ন হিসেবে সিলমোহর দেওয়া হয় এই জ্বলন্ত টর্চ বা মশালকে। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের পরবর্তী কালে বেছে নেওয়া হয় এই প্রতীক।
এরপর ১৯৭০ সালে IFA শিল্ডের ফাইনাল ম্যাচে ১-০ ব্যবধানে পাস ক্লাবকে পরাজিত করে জনপ্রিয়তা পায় ইস্টবেঙ্গল ক্লাব। ম্যাচের পর ইডেন গার্ডেন্সে জ্বালন্ত খবরের কাগজ তুলে ধরে জয় সেলিব্রেট করেন ইস্টবেঙ্গল ভক্তরা। বিষয়টি অনেকটা প্রিয় ক্লাবের জয়কে টর্চলাইটের মতো তুলে ধরে দেখানোর মতো। তারপর থেকে জয়ের প্রতীক হিসেবে এখনও পর্যন্ত এই জ্বলন্ত টর্চলাইট ব মশাল চিহ্নটিকেই লাল-হলুদ শিবিরের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।
সোশ্যাল মিডিয়ায় খোদ ইস্টবেঙ্গল ক্লাবের তরফে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।