কলকাতা আজ সবুজ-মেরুন। দুর্গোৎসবের আগেই শহরে সবুজ-মেরুন উৎসব শুরু। রবিবার I League ট্রফি এল মোহনবাগান তাঁবুতে। সেই উপলক্ষে আনন্দ-উৎসবে মেতে উঠেছিলেন শতাব্দী প্রাচীন ক্লাবের কর্মী-সমর্থক থেকে শুরু করে ক্লাব কর্তারা। করোনার তাড়নায় দীর্ঘ আট মাস বাদে ট্রফির স্পর্শ পেল সবুজ-মেরুন শিবির।
আমরা কারা ভারতসেরা ! 💚❤️
#JoyMohunBagan #Champion5Posted by Mohun Bagan on Saturday, 17 October 2020
বাইপাস সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আই লিগের CEO সুনন্দ ধরের উপস্থিতিতে ক্লাব কর্তাদের হাতে আই লিগ ট্রফি তুলে দেওয়া হল। হোটেলের বাইরে সবুজ-মেরুন আবির মেখে বেলুন হাতে আর গগনভেদী চিৎকারে সমর্থকদের উল্লাসে মুখরিত শহর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবকর্তা স্বপনসাধন বসু, সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত। ছিলেন প্রয়াত সচিব অঞ্জন মিত্রর কন্যা সোহিনী ও জামাতা কল্যাণ চৌবেও। জুম কলে হাজির ছিলেন I League জয়ী কোচ কিবু ভিকুনা ও তাঁর দলের কয়েকজন ফুটবলার।
The traditional flag hoisting ceremony was observed this morning in the presence of Hon. General Secretary Mr. Srinjoy…
Posted by Mohun Bagan on Saturday, 17 October 2020
অনুষ্ঠান শেষে ট্রফি নিয়ে শুরু হয় বিশাল শোভাযাত্রা। ইএম বাইপাস-বেঙ্গল ক্যামিকেল-উল্টোডাঙ্গা-অরবিন্দ সেতু- খান্না-ফরিয়াপুকুর-শ্যামবাজার-(U টার্ন)হাতিবাগান-হেঁদুয়া-গিরিশ পার্ক-সেন্ট্রাল অ্যাভিনিউ-ধর্মতলা হয়ে মোহনবাগান সমর্থকদের শোভাযাত্রা শেষ হয় ক্লাব তাঁবুতে। শহরের চারটি জায়গা থেকে সবুজ-মেরুন বেলুন ওড়ানো হয়।