কোনও পুজো মন্ডপেই প্রবেশ করতে পারবে না দর্শনার্থীরা। সবকটি পুজোমন্ডপই এবার কনটেনমেন্ট জোন। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
All Durga Puja pandals declared no-entry zone in West Bengal. Only organizers can enter the pandals. Names of people allowed to enter the pandals to be displayed outside it, orders Calcutta High Court
— ANI (@ANI) October 19, 2020
কোভিড অতিমারি পরিস্থিতিতে আদৌ পুজোর অনুমতি দেওয়া সঙ্গত কি না, তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এ দিন কলকাতা হাইকোর্ট সমস্ত মন্ডপকে ‘নো এন্ট্রি’ জোন হিসাবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশিকায় এও বলা হয়েছে, শুধুমাত্র পুজো উদ্যোক্তারা মণ্ডপে প্রবেশ করতে পারবেন। তাছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। উদ্যোক্তাদের মধ্যে যাঁরা প্রবেশ করতে পারবেন তাঁদের নাম ডিসপ্লে করতে হবে মণ্ডপের বাইরে।
এছাড়া হাইকোর্টের নির্দেশিকায় আরও বলা হয়েছে, ছোটো ছোটো প্যান্ডেলগুলিতে প্রবেশের ৫ মিটার আগে ব্যারিকেড বসাতে হবে। বড় মণ্ডপগুলির ক্ষেত্রে সেই দূরত্ব হবে ১০ মিটার। আর ব্যারিকেডের সামনে কোনও এন্ট্রি বোর্ড রাখা চলবে না। পুজো কমিটির উদ্যোক্তাদের মধ্যে থেকে শুধু ১৫-২০ জনকে মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সোমবার মামলার শুনানির সময়ে বলেন, “পত্রিকাগুলোতে যে ছবি দেখা গেছে, তাতে আশঙ্কা তৈরি হয়েছে। অতিমারি আটকাতে যে গাইডলাইন রয়েছে তাতে সদিচ্ছার কোনও অভাব নেই। কিন্তু, বাস্তবে তার কোনও প্রয়োগও দেখা যাচ্ছে না।”