মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুজো উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবান্ন সূত্রে সোমবার একথা জানা গেছে। সূত্রের খবর, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী দফতর সুনির্দিষ্ট বিধি মেনেই রাজ্যের প্রশাসনিক প্রধানের দফতরে আসছে।
উপহার আসছে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে। বাংলাদেশ দূতাবাসের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই উপহার তুলে দেওয়া হবে। অসমর্থিত সূত্রের খবর, উপহার তালিকায় রয়েছে, শাড়ি, মিষ্টি ও ফুলের তোড়া।