২৫ বছর আগে এই দিনেই মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া সেই ছবি তোলপাড় করে দিয়েছিল ভারতীয় সিনেমার দুনিয়াকে। দেশের গণ্ডি ছাপিয়ে বিদেশেও প্রতিটি ভারতীয় যেন মনে মনে হয়ে উঠেছিল রাজ-সিমরন। দেখতে দেখতে ২৫ বছর অতিক্রান্ত। ভারতীয় সিনেমার রোম্যান্টিকতার সংজ্ঞা বদলে দেওয়া ছবি DDLJ-তে এখনও বিভোর স্বয়ং রাজ-সিমরন। অর্থাৎ শাহরুখ-কাজল জুটি।
25 years!!! Filled with gratitude towards you for loving Raj & Simran, with all your heart. This always feels special. #DDLJ25 @yrf pic.twitter.com/HHZyPR29f9
— Raj Malhotra (@iamsrk) October 20, 2020
ছবির ২৫ বছর পূর্তিকে স্মরণীয় করে তুলতে আরও এক বার রাজ-সিমরন হয়ে উঠলেন শাহরুখ-কাজল। তবে সিনেমার পর্দায় নয়, সোশ্যাল মিডিয়ায়। টুইটারে শাহরুখ তাঁর নাম বদলে রাখলেন ‘রাজ মলহোত্রা’ এবং কাজল হয়ে গেলেন ‘সিমরন’। দু’জনের প্রোফাইল পিকচারে ভেসে উঠল বিদেশে বেড়াতে গিয়ে ট্রেন মিস করে প্রেমে পড়ে যাওয়া সেই ছবি।
Raj & Simran!
2 people, 1 film, 25 years and the love doesn't stop coming in!I am truly grateful to all the people who made it what it is today.. a phenomenon and a part of their own history. The fans! Big shoutout to all of you♥️#25YearsOfDDLJ @yrf@iamsrk #AdityaChopra pic.twitter.com/ikkKFef6F1
— Simran (@itsKajolD) October 20, 2020
টুইটারে SRK লিখেছেন, “রাজ-সিমরনকে ভালবাসার জন্য সকলের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। এটা সব সময়ই আমার কাছে বিশেষ অনুভূতি।” অন্যদিকে সিমরন অর্থাৎ কাজল লিখেছেন, “দুটো মানুষ, একটা ছবি, ২৫ বছর পরেও ভালবাসার কোনও কমতি নেই। আমি সত্যিই তাঁদের কাছে কৃতজ্ঞ যাঁরা এই ছবিকে ঐতিহাসিক করে তুলেছে। অনুরাগীদের জন্য হৃদয়ের সমস্ত ভালবাসা উজাড় করে দিলাম।”
প্রসঙ্গত, রাজ-সিমরনের অমর চরিত্রকে স্বীকৃতি দিয়ে লন্ডনের লেস্টার স্ক্যোয়ারে বসছে যুগলের মূর্তি। সম্প্রতি একথা ঘোষণা করেছে ‘হার্ট অব লন্ডন বিজনেস অ্যালায়েন্স’। আগামী বছরের বসন্তেই লন্ডনে প্রেমের বাতাস বইয়ে দিতে স্থাপিত হবে সেই মূর্তি।