ইস্টবেঙ্গলের নতুন অফিশিয়াল লোগো প্রকাশ করল লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট। ফলে SC ইস্টবেঙ্গল (Sporting Club EastBengal) নামেই যে এবার লাল-হলুদ শিবির আসন্ন ISL খেলতে চলেছে, তা স্পষ্ট হয়ে গেল। ISL-এর সরকারি ওয়েবসাইটেও লাল-হলুদের নতুন লোগো প্রকাশিত হয়েছে।
— SC East Bengal (@sc_eastbengal) October 17, 2020
লোগোর রং এবং মশাল প্রতীকে কোনও পরিবর্তন হয়নি। শুধু উপরের দিকে বিনিয়োগকারী শ্রী সিমেন্টের নামের আদ্যাক্ষর এসসি যুক্ত হয়েছে। সেই সঙ্গে জোড়া হয়েছে ৬টি স্টার। লোগোর পাশাপাশি ইস্টবেঙ্গলের নতুন নামেও সরকারি শিলমোহর পড়ে গিয়েছে। শনিবার ১১ টা নাগাদ লাল-হলুদের সরকারি ইউটিউব চ্যানেলে নতুন লোগো প্রকাশ করা হয়।
শুক্রবারই গোয়া পৌঁছন ইস্টবেঙ্গলের নয়া কোচ রবি ফাউলার এবং তার সাপোর্ট স্টাফরা। সঙ্গে ছিলেন নবাগত ৩ ফুটবলারও। গোয়ায় হিল্টন হোটেলে উঠেছে ইস্টবেঙ্গল দল। শুক্রবার জেজে-সহ চুক্তিবদ্ধ নতুন বিদেশি ফুটবলাররা গোয়াতে পৌঁছে গেলেও তাঁদের নাম প্রকাশ করেনি শ্রী সিমেন্ট। শনিবার ক্লাবের নাম সরকারিভাবে SC EastBengal হওয়ার পর থেকেই যাবতীয় সরকারি কাজ কর্ম শুরু হবে। এবার এক এক করে ঘোষণা করা হবে দলের ফুটবলারদের নাম।