নিউজ ওয়েভ ইন্ডিয়া: আসন্ন ISL মরশুমের জন্য SC East Bengal-এর দলনেতা হিসেবে বেছে নেওয়া হল তারকা গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে। শুক্রবার দলের সোশ্যাল মিডিয়াতে অরিন্দমের নাম অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে।
.@ArindamGK 🗣️I promise to lead from the front and make the fans from all over the world proud of this bunch.
.@TomiMrcela5 🗣️We have a lot of leaders in the team. I am just one of them.
For more: https://t.co/JFrcgv1Odv#JoyEastBengal #WeAreSCEB 🔴🟡
— SC East Bengal (@sc_eastbengal) November 13, 2021
একইসঙ্গে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে Tomislav Mrcela-এর নাম। অস্ট্রেলিয়ান সেন্ট্রাল ব্যাক এবার অরিন্দমের ডেপুটি হিসাবে কাজ করবেন লাল-হলুদ শিবিরে।