নিউজ ওয়েভ ইন্ডিয়া: আর মাত্র 7 দিন পরেই ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরু হচ্ছে। ১৯ নভেম্বর ATK Mohun Bagan তাদের এই বছরের ISL অভিযান শুরু করছে কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তার আগে দলের অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমাস ATKMB মিডিয়া টিমকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন।
প্রস্তুতি নিয়ে সোজাসাপটা জবাব দিয়েছেন তিনি। তাঁকে জিজ্ঞেস করা হয় আপনি এটিকে মোহনবাগান দলের সঙ্গে দেরিতে অনুশীলন শুরু করেছেন। আগামী 19 তারিখে শুরু হচ্ছে দলের ISL অভিযান। এক্ষেত্রে আপনি কি প্রস্তুতির জন্য সময় কম পাচ্ছেন বলে মনে করেন? উত্তরে হুগো বুমাস বলেন, “হ্যাঁ, সত্যি এটা দুর্ভাগ্যজনক ঘটনা যে আমি কিছু সমস্যার কারণেই দেরিতে ATKMB-এর সঙ্গে যোগ দিয়েছি। কিন্তু, সবাই আমার সঙ্গেই ছিলেন। তখন আমি দলের প্রতি 100% ফোকাসড ছিলাম। আমি যখন থেকে দূরে ছিলাম, তখনও নিজের অনুশীলন চালিয়ে গেছি। হ্যাঁ, এটা ঠিক কথা যে দলের সঙ্গে অনুশীলনের কোনও বিকল্প নেই। তবে আমি এই মুহূর্তে খুব ভালো ছন্দে আছি।”
এটিকে মোহনবাগানের মত চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়ার নিয়ম নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই ফরাসি ফুটবলার। তিনি বলেন, “প্রত্যেকটি সিজন আলাদা আমি এমন একটা টিমে যোগ দিয়েছি যে টিমের হাইস্ট লেভেলে খেলার যোগ্যতা রয়েছে।”
কলকাতা ডার্বি সম্পর্কেও নিজের মতামত জানিয়েছেন ATKMB-এর অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমাস। তিনি বলেন, “আমি একজন ফুটবলার হিসেবে এই ধরনের আবেগের সঙ্গে যুক্ত থাকব। আমি কলকাতা ডার্বি নিয়ে অনেক রিসার্চ করেছি। আমি এই ডার্বির উত্তেজনা পেতে আর বেশি অপেক্ষা করে থাকতে পারছি না। দুর্ভাগ্যজনকভাবে এ বছরও Covid-এর কারণে দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচ হবে। কিন্তু, আমি নিশ্চিত, আমরা মাঠে উত্তেজনা অনুভব করতে পারব। আমরা এর জন্য প্রস্তুত আছি।”