ATKMB on ISL
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। প্রথম দিন ১৯ নভেম্বর কেরল ব্লাস্টার্স-এর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ATK Mohun Bagan-এর ISL অভিযান। অন্য দলগুলোর মতোই সবুজ মেরুন শিবিরেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হোটেলে এবং স্টেডিয়ামে ম্যাচের রণনীতি সাজাতে ব্যস্ত হেড কোচ অন্তোনিও লোপেজ হাবাস।

স্পেনীয় কোচ হাবাসের এই দলে রয়েছেন ৫ বঙ্গসন্তান। প্রীতম কোটাল, শুভাশিস বসু, প্রবীর দাস, শেখ সাহিল ও অভিলাষ পাল। এখনও পর্যন্ত কেমন হয়েছে তাদের প্রস্তুতি। কেরল ব্লাস্টার্স-এর বিরুদ্ধে ম্যাচে নামার আগে দল নিয়ে ভাবনার কথা ATKMB মিডিয়াকে জানিয়েছেন প্রীতম, শুভাশিস এবং প্রবীর।

প্রীতম কোটাল জানিয়েছেন, “হুগো, কাউকো, লিস্টন-এর দলে আসায় টিমের আক্রমণভাগ অনেক শক্তিশালী হয়েছে। এছাড়া ফরওয়ার্ড লাইনে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মনবীর সিং তো রয়েইছেন। তারা খুব ভালো ফর্মেও আছেন। গতবার আমরা অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারিনি। এবারে সেই ভুলগুলো শুধরে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ব। আমাদের রক্ষণ যথেষ্ট শক্তিশালী। হাবাস স্যার দারুণভাবে আমাদের তৈরি করেছেন। তাছাড়া মাঠে বিদেশের সংখ্যা এবার কম হওয়ায়, ভারতীয় ফুটবলাররা নিজেদের প্রমাণ করার আরও বেশি সুযোগ পাবেন। আমরা গত কয়েক বছর ধরে একই টিম থাকায় দলগতভাবেও অনেক সুবিধাজনক অবস্থায় রয়েছি।”

শুভাশিস বসু বলেন, আমাদের প্রথম লক্ষ্য কেরল ব্লাস্টার্স ম্যাচ জেতা। গতবারের মতো এবারও আমাদের শুরুটা ভালো করতে হবে। তারপরে ডার্বি নিয়ে ভাবব। ম্যাচ বাই ম্যাচ এগোনোই একমাত্র লক্ষ্য।

প্রবীর দাস বলেন, আমরা সবাই খুব খাটছি। আমাদের প্র্যাকটিস দারুন হয়েছে। তবে এখন শুধুই আমাদের মাথায় কেরল ব্লাস্টার্স ম্যাচ। যে কোনও প্রতিযোগিতায় প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ।

Share it