নিউজ ওয়েভ ইন্ডিয়া: যতই বিশ্বকাপ নিয়ে ব্যস্ততা থাকুক, বিরাটের জন্মদিন যে তাঁর কাছে স্পেশাল, সেটা ফের বুঝিয়ে দিলেন অনুষ্কা শর্মা। তাও আবার Diwali-এর মতো স্পেশাল দিনে। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ার নিজেদের হাসিমাখা ভালোবাসার ছবি প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী। সেখানেই বিরাটকে ভালোবাসা মাখা বার্তা দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে ওই বার্তায় অনুষ্কা বলেন, “তুমি যেভাবে নিজের জীবনকে বয়ে নিয়ে যাচ্ছ তাতে এই ছবির কোনও আবরণ প্রয়োজন নেই। তোমার হৃদয় সততা আর ইস্পাতের কাঠিন্যে ভরপুর। সাহস দিয়ে তোমার সংশয়কে পরাস্ত করতে পার। তোমার মতো অন্ধকার থেকে কেউ নিজেকে এভাবে বিশেষ উচ্চতায় তুলে নিয়ে যেতে পারেনি। তুমি প্রতিদিন নিজেকে এতটাই সাহসের সঙ্এগে গিয়ে নিয়ে চলো, যেন তোমার মধ্যে কিছুই স্থায়ী নয়। শুধুমাত্র আমরাই সোশ্যাল মিডিয়ায় এভাবে স্পষ্টভাবে বলছি না, কিন্তু, তুমি এমন এক মানুষ যার কারণে আমি চিৎকার করে সারা দুনিয়াকে বলতে পারি, তুমি কত সুন্দর। যাঁরা তোমাকে জানে, বোঝে তাঁরা সত্যিই সৌভাগ্যবান। সবকিছুকে এতটা উজ্জ্বল করে তোলার জন্য তোমাকে ধন্যবাদ। শুভ সুন্দর জন্মদিন।”
পালটা সেই পোস্টে অনুষ্কাকে নিজের ভালোবাসার কথা ব্যক্ত করেছেন বিরাট। জবাবে তিনি বলেন, “তুমি আমার শক্তি, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। ঈশ্বরকে ধন্যবাদ প্রতিদিন আমাদের এভাবে একসঙ্গে থাকার মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ভালোবাসি তোমায়।”