Sanjay Bangar
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জায় বাঙ্গার। আগামী IPL মরসুম থেকেই তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে। বর্তমান হেড কোচ মাইক হেসন ক্রিকেট অপারেশনের ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে থাকবেন।


ক্রিকেট জীবনে সঞ্জায় বাঙার 12 টি টেস্ট এবং 15 টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভারতের হয়ে। ভারতীয় দল এবং রাজ্য ক্রিকেট দলের সঙ্গেও তিনি কোচিং এর বিভিন্ন বিভাগে যুক্ত ছিলেন। 2010 সালে প্রথমবার তিনি IPL-এ কোচি টাসকার্সের ব্যাটিং কোচ নিযুক্ত হন। 2014 সালে কিংস ইলেভেন পাঞ্জাবের অ্যাসিসটেন্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাঙ্গার। এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং কনসালটেন্ট হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

RCB-এর ব্যাটিং কোচ নিযুক্ত হয়ে সঞ্জয় বাঙ্গার বলেন, “এটা আমার কাছে বিরাট সম্মানের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো একটা দারুন IPL ফ্র্যাঞ্চাইজি আমাকে হেড কোচ নিযুক্ত করেছে। আমি এর আগে এই দলের অনেক ইয়ং অসাধারণ প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছি। আমি সেই কাজটাকেই পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে চাই।”

Share it