নিউজ ওয়েভ ইন্ডিয়া: “ATK Mohun Bagan এমন একটা দল যারা চ্যাম্পিয়ন হতেই এসেছে। আর আমিও তাই হতে চাই। সেই কারণেই ATK Mohun Bagan-এ যোগ দিলাম।” সবুজ-মেরুনের হয়ে ISL-এ চুক্তিবদ্ধ হয়েই একথা জানিয়ে দিলেন তরুণ ভারতীয় ফুটবলার দীপক টাংরি।
🗣️ Deepak Tangri: « I want to play in every game this season and the main objective will be to gain more experience. I got some significant game time last season and I want to build on that. » 🔴🟢 @IFTWC #IndianFootball #Atkmb #SFtbl
— Sevens Football (@sevensftbl) November 9, 2021
একইসঙ্গে তিনি জানান, “এই দলের যিনি কোচ অ্যান্তনিও লোপেজ হাবাসের খেলানোর স্টাইল ও আমার বেশ পছন্দ। আমিও এইভাবেই খেলতে ভালোবাসি। এই সিজনে আমি অনেক বেশি ম্যাচ খেলতে চাই এবং অভিজ্ঞতা অর্জন করতে চাই। গত মরসুমেও বেশ কয়েকটা ভালো ম্যাচ পেয়েছিলাম। যেটা আমাকে পরিণত করতে খুবই সাহায্য করেছে।”
ভারতীয় দলের এই তরুণ প্রতিভা আরও বলেন, “এটা সত্যিই যে এই টুর্নামেন্টে খুব বেশি প্রতিযোগিতা। কিন্তু, এই প্রতিযোগিতা খুবই ভালো। এর ইতিবাচক দিকও আছে। প্রতিযোগিতা আমাদের উন্নতি করতে সাহায্য করে এবং আমরাও সেরাটা দেওয়ার চেষ্টা করি।”
রয় কৃষ্ণর দারুন ভক্ত দীপক বলেন, “আমার আইডলের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি।”