SCEB Practice
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল SC East Bengal-এর চূড়ান্ত দল। সোমবার দুপুরে দলের তরফে সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে দলের ৩৩ জন ফুটবলারের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত দল অনুযায়ী গোলকিপার রয়েছেন, অরিন্দম ভট্টাচার্য, শংকর রায়, শুভম সেন।
ডিফেন্স- ড্যানিয়েল গোমস, জয়নাল লরেন্সো, রাজু গায়কোয়াড়, হীরা মণ্ডল, অংকিত মুখার্জি, আদিল খান, গৌতম সিং, টমিস্লাভ মার্সেলা, সেলিনিও ফার্নান্ডেজ, আকাশদীপ সিং।
মিডফিল্ডার- জ্যাকিচাঁদ সিং, সৌরভ দাস, অংগওসানা ওয়াহেংবাম, অমরজিৎ সিং কিয়াম, মহম্মদ রফিক, লোকেন মেইতেই, লালরিনরিয়ানা নামতে, বিকাশ জাইরু, আমির ডার্বিসেভিচ, ডারেন সিডল, রোমিও ফার্নান্ডেজ, সংপু সিংসিত,
ফরোয়ার্ড- বলবন্ত সিং, থংখওসেয়াম হাওকিপ, নাওরেম মহেশ, সিদ্ধান্ত শিরোদকর, ড্যানিয়েল চিমা চুকউ, অ্যান্তনিও পেরোসেভিচ, শুভ ঘোষ

33 জনের দল ঘোষণা করা হয়েছে ISL 2021 22 মরসুমের। হেড কোচ ম্যানুয়েল ডিয়াজ় জানিয়েছেন, “খুবই ব্যালেন্স দল হয়েছে তরুণ এবং অভিজ্ঞদের সংমিশ্রণে। আমাদের দলের দারুন গভীরতা রয়েছে। দলে অরিন্দম ভট্টাচার্যের মত গোল্ডেন গ্লাভস উইনার গোলকিপার রয়েছেন। এছাড়াও রয়েছেন জাতীয় দলের হয়ে খেলা আদিল খান, রাজু গাইকোয়াডের মত অভিজ্ঞরা।”

Share it