Toy Train
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রায় দেড় বছর পর বুধবার থেকে শুরু হয়েছে পাহাড়ে টয় ট্রেন পরিষেবা। ২০২০-র ২২ মার্চ দার্জিলিঙে বন্ধ করে দেওয়া হয় টয় ট্রেন। পর্যটকদের জন্য নতুন করে ঐতিহ্যবাহী টয় ট্রেনের পথ উন্মুক্ত করে দেওয়ায় খুশি ভ্রমণার্থীরা। প্রথমদিনেই চোখে পড়ার মতো উৎসাহ লক্ষ্য করা গেল। একঝলকে দেখে নিন সেই মন ভালো করা ভিডিও।


পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাওয়ায় শিলিগুড়ি থেকে দার্জিলিং টয়ট্রেন সার্ভিস চালু হয়েছে। ১৬ অগাস্ট থেকে দার্জিলিঙের ঘুমে শুরু হয়ে গেছে জয় রাইড। এবার পুরো দমে টয় ট্রেন পরিষেবা চালু হওয়ায় পাহাড়ে আবার দেখা যাবে পর্যটকদের ভিড়, এই আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা।

Share it