নিউজ ওয়েভ ইন্ডিয়া: তালিবান শাসনে একের পর এক ধ্বংসের ছবি দেখতেই অভ্যস্ত বিশ্ব। এবারেও তার অন্যথা হচ্ছে না। এবার আফগানিস্তানে ক্ষমতা দখল করে ফের ধ্বংসলীলায় মত্ত হয়েছে জঙ্গি সংগঠনটি। এবার ঐতিহাসিক গজনি শহর ধ্বংস করতে উদ্যোগী হল তারা। ভেঙে ফেলা হল ঐতিহাসিক গজনি গেট। দেখুন ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটি।
Ghazni was announced as the capital of the Islamic Civilization by the ISESCO& UNESCO and these doors were built on the occasion of the inauguration. Taliban destroyed several of these monuments yesterday. This warns of a dangerous threat to the cultural heritage of Afg. pic.twitter.com/6wTUAyVPks
— Majeed Qarar (@MajeedQarar) August 24, 2021
আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনির আমলে তৈরি হয় এই গজনি গেট। এটি ছিল ইসলামিক ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-এ দেখা যাচ্ছে, রীতিমতো ক্রেন দিয়ে ভেঙে ফেলা হচ্ছে গজনি গেট।
আফগানিস্তানের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে নানা ঐতিহাসিক নির্দশন। আফগানিস্তানের ‘ঐতিহাসিক শহর’ গজনিও এখন তালিবানদের কব্জায়। এর আগে ২০০১ সালে বামিয়ানে বৌদ্ধমূর্তিগুলি ধ্বংস করে দিয়েছিল তালিবানরা।