syed-ahmad-sadat
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আজ যে রাজা কাল সে ফকির, বরাতের কী খেল! ভাগ্যের পরিহাসের কথা কেউ কখনও বলতে পারেন না। এটা ধ্রুব সত্য। তেমনই জ্বলন্ত উদাহরণ আফগানিস্তানের প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী সইদ আহমেদ শাহ সাদাত। একসময়ে যিনি দেশের মন্ত্রী ছিলেন তিনি এখন সাইকেল চালিয়ে পিৎজা ডেলিভারি করছেন।

ইউরোপের সমৃদ্ধশালী দেশ জার্মানিতে তাঁকে সাইকেল চালিয়ে পিৎজা ডেলিভারি করতে দেখা গেছে। পিৎজা ডেলিভারি বয় হিসেবে নিজেই তাঁর ছবি পোস্ট করেছেন টুইটার অ্যাকাউন্টে। আর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

মাত্র এক সপ্তাহ আগে আফগানিস্তানের দখল নিয়ে তালিবানরা। আর সেইসময় প্রাণ বাঁচাতে সাধারণ নাগরিক থেকে শুরু করে অনেক সেলিব্রিটিকেই দেশ ছাড়তে দেখা গেছে। বহু দেশের সরকার তাদের নিজেদের দেশের নাগরিকদের ফিরিয়ে আনছে। সেই ছবি আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। ঠিক এমনই সময়ে প্রাক্তন আফগান মন্ত্রীর এরকম একটি ছবি নেটিজেনদের হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সইদ আহমেদ শাহ সাদাত জানিয়েছেন, তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনির মন্ত্রিসভায় ছিলেন তিনি। ২০২০ সালে গনি সরকারের সঙ্গে মতবিরোধ দেখা দেয় তাঁর। সেই সময় থেকেই বাড়ছিল তালিবান দাপট। তখনই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন সইদ আহমেদ শাহ সাদাত। গত বছর ২০২০ সালের ডিসেম্বর থেকে তিনি পাকাপাকিভাবে জার্মানির লিপজিগ শহরে থাকতে শুরু করেন স্বপরিবারে।

সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, সেখানে তাঁর সঞ্চিত অর্থ শেষ হয়ে যাওয়ায় কোনওরকমে একটা কাজ জোটানোর চেষ্টা করছিলেন। সেইসময়ই পেয়ে যান লাইফার্নান্ডো নামে এক সংস্থার হয়ে কাজ করার সুযোগ। সংস্থাটি খাবার ডেলিভারি করে জার্মার্নির বিভিন্ন জায়গায়। সেই কাজই করতে শুরু করেন সাদাত। আফগানিস্তান নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন সেদেশের প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, গনি সরকারের পতন নিশ্চিত ছিল। কিন্তু, সেটা এত তাড়াতাড়ি হবে তা তিনি স্বপ্নেও ভাবেননি।

Share it