নিউজ ওয়েভ ইন্ডিয়া: “ভয় সরে যাচ্ছে। বাড়ছে বিশ্বাস।” বৃহস্পতিবার সকালে অন্তঃসত্ত্বা নুসরত জাহানের এই সচিত্র ইনস্টা পোস্ট নিয়ে চরম উৎসুক ভক্তরা। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারই সেই মাহেন্দ্রক্ষণ। নুসরতের গর্ভজাত প্রাণ ভূমিষ্ট হতে চলেছে আর কয়েক ঘণ্টা পরেই।
সূত্রের খবর, বুধবার রাত সাড়ে ১০টার পর পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। নিজে গাড়ি চালিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান ‘বন্ধু’ যশ দাশগুপ্ত। হাসপাতাল চত্বরে জারি হয়েছে কড়া নিরাপত্তা।
এদিকে হাসপাতালে ভর্তির আগে যশ দাশগুপ্তের বাড়িতে যান নুসরত। জানা গিয়েছে, রাত ৮টা নাগাদ নিজের বালিগঞ্জের ফ্ল্যাট থেকে বের হয়ে যশ দাশগুপ্তের বাড়িতে যান অভিনেত্রী। সেখান থেকে হবু মাকে নিয়ে পার্ক স্ট্রিটের হাসপাতালে পৌঁছন যশ।
এদিন সকালেই বেসরকারি হাসপাতাল থেকে আসন্ন মাতৃত্ব নিয়ে নেটমাধ্যমে তাঁর এই বার্তা যেন সেই অপেক্ষার কথাই ব্যক্ত করছে। ফ্যানেদের সঙ্গে ভাগ করে নেওয়া সেই অভিব্যক্তি বলছে, সেই আনন্দ মিশ্রিত উৎকণ্ঠা নিয়ে সেই শুভ মুহূর্তের অপেক্ষায় রয়েছেন তিনি। যেখানে ভয় কেটে গিয়ে জন্মেছে বিশ্বাস। ছবিতে দেখা যাচ্ছে, কোনও রূপটান ছাড়াই ঔজ্জ্বল্যমাখা নুসরতের মুখ। খোলা চুল, চশমা, ভারী চেহারা নিয়ে তিনি যেন চিরন্তন মাতৃত্বের প্রতীক।