নিউজ ওয়েভ ইন্ডিয়া: পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। অষ্টমী থেকে দশমী, ঘূর্ণাবর্তের বৃষ্টি হতে পারে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর এই পূর্বাভাস দিয়েছে। কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারও।
পুজোর দিনগুলিতেও নিম্নচাপ পিছু ছাড়ছে না। আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ৯ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। চতুর্থী থেকে সপ্তমী অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে। কিন্তু, অষ্টমী থেকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং ২৪ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। অর্থাৎ পুজো জুড়েই চলবে বৃষ্টিপাত।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ থেকে ৮ অক্টোবর অর্থাৎ মহালয়ার পর থেকে দু’দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ একাধিক জেলাতে।