নিউজ ওয়েভ ইন্ডিয়া: শ্রীনগরে একটি স্কুলে এলোপাথারি গুলি চালাল জঙ্গিরা। হামলায় স্কুলের অধ্যক্ষ-সহ দুই শিক্ষক নিহত হয়েছেন। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাঁদের। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই নিয়ে শ্রীনগরে গত তিনদিনে জঙ্গিদের হাতে পাঁচজন মানুষের মৃত্যুর খবর মিলেছে।
These recent incidents of targeting civilians are to create an atmosphere of fear, communal disharmony here. This is a conspiracy to target the local ethos & values & defame local Kashmiri muslims. This is being done on instructions from agencies in Pak: J&K DGP Dilbag Singh pic.twitter.com/HPsDLKZOl5
— ANI (@ANI) October 7, 2021
শ্রীনগরের সাফা কাদাল এলাকায় একটি সরকারি স্কুলে হামলা চালায় জঙ্গিদের একটি দল। সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে, ওই দলে কত জন জঙ্গি ছিল তা এখনও পরিষ্কার নয়। তবে এলাকা ঘিরে রাখা হয়েছে। চলছে চিরুনি তল্লাশি। জানা গেছে, স্কুলের অধ্যক্ষ সুপীন্দ্র কউর (৪৪) ও দীপক চাঁদ (৩৮) জঙ্গিদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।