Sabyasachi in TMC
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই BJP-তে বেসুরো ছিলেন তিনি। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পুরনো শিবিরেই প্রত্যাবর্তন ঘটল তাঁর। বৃহস্পতিবার বিধানসভায় ঘাসফুল শিবিরে যোগ দিলেন সব্যসাচী দত্ত। বিধানসভায় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে ফিরহাদ হাকিমের সামনে তৃণমূলে যোগ দেন সব্যসাচী।


এক দেবীপক্ষে BJP-তে যোগ দিয়েছিলেন। আরেক দেবীপক্ষে তৃণমূলে ফিরলেন। তৃণমূলে যোগ দিয়ে সব্যসাচী বলেন, “দল ছেড়েছিলাম ভুল বোঝাবুঝির জন্য। আবার আমায় মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন। পার্থদা, ববিদা গ্রহণ করেছেন। আমি কৃতজ্ঞ। দল যে ভাবে বলবে সে ভাবে কাজ করব।”

এদিকে বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় বিধায়ক পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে দেখা করতে যান সব্যসাচী দত্ত। ছিলেন মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়। তাঁদের উপস্থিতিতেই সব্যসাচীর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে ছিলেন বিধাননগরের বিধায়ক সুজিত বসু ও তাপস চট্টোপাধ্যায়ও। তবে সূত্রের খবর, এদিনও সব্যসাচীকে দলে ফেরানো নিয়ে ইতিবাচক মন্তব্য করেননি দুজনের কেউই।

Share it