India China
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: গালওয়ানের পর অরুণাচল সীমান্তে সংঘর্ষ। ফের চিনা সেনার অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা (Indian Army)। এক সূত্রের দাবি, গত সপ্তাহে অরুণাচল প্রদেশ দিয়ে শ’দুয়েক চিনা সেনা (PLA) ভারতে ঢোকার চেষ্টা করে। কিন্তু, ভারতীয় সেনার বাধার মুখে পড়তে হয়। তাতেই ক্ষিপ্ত হয়ে তেড়ে আসে চিনা সেনারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। দু’পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। পরে দু’দেশেরই স্থানীয় কমান্ডারদের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট হয়।

সূত্রের দাবি, এই ঘটনায় ভারতীয় সেনার কোনও রকম ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবার নিজ নিজ সীমানার মধ্যেই টহলদারি চালায় দু’দেশের সেনা। কিন্তু, তা সত্ত্বেও পিপলস লিবারেশন আর্মি জোর করে ঢোকার চেষ্টা করে মাঝেমধ্যেই। মাঝেমধ্যেই চিনা সেনারা এমন ঘটনা ঘটিয়ে থাকে বলে দাবি ওই সূত্রের। মাসখানেক আগে উত্তরাখণ্ড দিয়েও ভারতে ঢোকার চেষ্টা করেছিল চিনার সেনারা। তখনও তাদের চেষ্টা ব্যর্থ করে দেয় Indian Army।

অরুণাচল নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি জানান, চিনের আগ্রাসী ভূমিকায় সীমান্তে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে দু’পক্ষের মধ্যেই আলোচনায় এই সমস্যাগুলি দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা চলছে। সেইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, চিনের তরফেও এ বিষয়ে দায়িত্বপূর্ণ আচরণ পাবে ভারত।

Share it