BJP Symbol
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ৩০ অক্টোবর রাজ্যের চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা BJP-এর। কোচবিহারের দিনহাটায় প্রার্থী অশোক মণ্ডল। নিরঞ্জন বিশ্বাস লড়বেন নদিয়ার শান্তিপুর থেকে। উত্তর ২৪ পরগনার খড়দহে প্রার্থী জয় সাহা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় পলাশ রাণা প্রার্থী হয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর এই চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৩০ অক্টোবর এই চার কেন্দ্রে ভোটের দিন স্থির করে কমিশন। ফল ঘোষণা ২ নভেম্বর। এই চার কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৮ অক্টোবর। ১১ অক্টোবর মনোনয়ন স্ক্রুটিনি করে দেখার শেষ দিন। ১৬ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন।

৩ অক্টোবর ভবানীপুরে উপনির্বাচনে জয়লাভের পরেই চার কেন্দ্রে তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা মতোই খড়দহ থেকে তৃণমূল প্রার্থী রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গোসাবা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডল। শান্তিপুরে প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। কোচবিহারের দিনহাটায় ফের প্রার্থী উদয়ন গুহ।

২০২১-এর বিধানসভা নির্বাচনে এই চার কেন্দ্রের মধ্যে দু’টিতে জিতেছিল তৃণমূল। খড়দহ ও গোসাবা। বাকি দু’টি কোচবিহার ও শান্তিপুর ছিল বিজেপির দখলে।

Share it