নিউজ ওয়েভ ইন্ডিয়া: সোমবার রাতে আচমকাই স্তব্ধ হয়ে যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। থমকে যায় গোটা বিশ্ব। সাত ঘণ্টারও বেশি সময় কোমায় চলে যায় তিন জনপ্রিয় সোশ্যাল মেসেজিং সাইট। আর এই সাত ঘণ্টায় সাত বিলিয়ন মার্কিন ডলার খোয়ালেন মার্ক জুকারবার্গ। পড়ে যায় ফেসবুকের শেয়ারের দরও।
Facebook, Whatsapp ও Instagram সংযোগ স্থাপিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হরেকরকম মিম (Meme)। কেউ ছবি পোস্ট করেন লাইন সারাচ্ছেন জুকারবার্গ নিজে। কেউ জুকারবার্গকে গরিবি ভাতা দেওয়ার দাবি তুলেছেন। কেউ টুইটারের হাসিমুখের ছবি দিয়ে ফেসবুক ও ইন্সটাগ্রামের বাড়িতে আগুন লাগার মিম পোস্ট করেছেন।
সোমবার ভারতীয় সময় রাত ন’টার কিছু পরেই আচমকা বন্ধ হয়ে যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। ইউজাররা অনেকেই twitter-এ এই প্রসঙ্গে পোস্ট করতে থাকেন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ আসতে থাকে। এরপরই বিবৃতিতে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের তরফে। জানানো হয়, দ্রুত তাঁরা পুরো পরিষেবা আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন। মঙ্গলবার ভারতীয় সময় ভোর চারটে নাগাদ ফের তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পরিস্থিতি স্বাভাবিক হয়।
যদিও কেন এমন ঘটনা ঘটল, তা ফেসবুকের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়নি। মনে করা হচ্ছে DNS-এ পরিবর্তনের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে অন্তবর্তী নাশকতা কিংবা সাইবার হামলার ঘটনাও অস্বীকার করা যাচ্ছে না।