Rape complainant
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ধর্ষণের মামলায় বয়ান পাল্টে ফেলায় অভিযোগকারীকে তিনদিনের সশ্রম কারাদণ্ড দিলেন বিচারক। সেই সঙ্গে পাঁচশো টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও পাঁচ দিন সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন রামপুরহাট মহকুমা আদালতের বিচারক।

আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গতবছরের ২৮ সেপ্টেম্বর। ওইদিন দুপুরের দিকে সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে বীরভূমের মুরারই থানার ডুমুর গ্রামের প্রৌঢ়র বিরুদ্ধে। ওইদিনই প্রৌঢ়র বিরুদ্ধে মুরারই থানায় লিখিত অভিযোগ করেন নাবালিকার মা নাজেমা বিবি। সেই মামলায় পকসো আইনে মা ও মেয়ের সাক্ষ্য গ্রহণ করে আদালত। গ্রেফতার হয়ে বেশ কিছুদিন জেলও খাটে অভিযুক্ত মেসার সেখ। কিন্তু মামলা চলাকালীন বয়ান বদল করেন অভিযোগকারী নাজেমা বিবি। সেই কারনে চলতি বছরের সেপ্টেম্বর মাসে মামলা থেকে অভিযুক্তকে নিষ্কৃতি দেন বিচারক।

সোমবার ওই মামলায় রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সুদীপ্ত ভট্টাচার্য অভিযোগকারী নাবালিকার মা নাজেমা বিবিকে মিথ্যে মামলার অভিযোগে তিন দিনের জেল হেফাজতের ও পাঁচশো টাকা জরিমানার নির্দেশ দেন ।

Share it