নিউজ ওয়েভ ইন্ডিয়া: বীরচক্র সম্মানে ভূষিত হলেন ভারতীয় বায়ুসেনার পাইলট গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান। সোমবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে মেডাল নেন তিনি। অতি সম্প্রতি অভিনন্দন ‘গ্রুপ ক্যাপ্টেন’ পদে উন্নীত হন।
Group Captain #AbhinandanVarthaman awarded the #VirChakra by President Ram Nath Kovind
Varthaman shot down a Pakistani F-16 during a dogfight over the Line of Control (LoC) on February 27, 2019 pic.twitter.com/rJxZtbrgjq
— Hindustan Times (@htTweets) November 22, 2021
বালাকোট এয়ার স্ট্রাইকের একদিন পরেই ২৭ ফেব্রুয়ারি অভিনন্দন বর্তমান তাঁর Mig-21 নিয়ে পাকিস্তানের F-16 বিমান গুঁড়িয়ে দিয়েছিলেন। পালটা পাকিস্তানের হামলায় তাঁর মিগ-২১ ক্ষতিগ্রস্ত হয়। বাধ্য হয়ে পাক অধিকৃত কাশ্মীরে নামতে হয় অভিনন্দনকে। সেখানেই পাকিস্তান সেনার হাতে বন্দি হতে হয় তাঁকে। যদিও শেষ পর্যন্ত ভারত ও আন্তর্জাতিক মহলের চাপের কাছে নতি স্বীকার করে অভিনন্দনকে ছেড়ে দিতে বাধ্য হয় পাকিস্তান।