নিউজ ওয়েভ ইন্ডিয়া: “চূড়ান্ত নৈরাজ্য চলছে এ রাজ্যে। জঙ্গলরাজ চলছে। হামলা হচ্ছে সাংবাদিক, পুলিশ, আইনজীবীদের উপর। এখানে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।” সোমবার ত্রিপুরার আগরতলায় পৌঁছেই বিপ্লব দেবের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে অভিষেক বন্দ্য়োপাধ্যায় আসার আগেই বিমানবন্দরে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। যদিও তাতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, অভিষেকের আসা আটকাতেই পরিকল্পিতভাবে বিজেপি এ কাজ করেছে।
রবিবারই গ্রেফতার করা হয় তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে। বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ, সায়নীকে গ্রেফতারের সময় থানায় তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে BJP কর্মীরা। এদিন সায়নীর গ্রেফতারি প্রসঙ্গে গর্জে ওঠেন অভিষেক। তিনি বলেন, “সায়নী কী দোষ করেছে যে ওঁকে গ্রেফতার করতে হল। উনি শুধু খেলা হবে স্লোগান দিয়েছেন। তার জন্য গ্রেফতার করতে হল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তো খেলা হবে বলেছিলেন। তা হলে তো ওঁকেও গ্রেফতার করা উচিত।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, “আমরা মাথা নত করব না। ধমকে চমকে আটকে রাখা যাবে না। আমরা কংগ্রেস, সিপিএম নই।”