Vote Update
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ঢিমেতালে ভোটদান চলছে ভবানীপুর উপনির্বাচনে। তবে জোরদার ভোটগ্রহণ চলছে জঙ্গিপুর ও শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে ৩৫.৯৭ শতাংশ। মুর্শিদাবাদের শমসেরগঞ্জে ভোট পড়েছে ৫৭.১৫ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত জঙ্গিপুরে ভোট পড়েছে ৫৩.৭৮ শতাংশ।


এদিন নিজের নিজের ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান করেন প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর পুত্র সায়নদেব। ভোটদেন বিবেক গুপ্তাও। বিকেলে ভোট দেবেন মুখ্যমন্ত্রী ও প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বেলায় ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের শরৎ বোস রোডের একটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। মাস্ক পরে দু’জন ভুয়ো ভোটার ঢুকেছিল বলে অভিযোগ BJP-র। ঘটনাস্থলে যান BJP নেতা কল্যাণ চৌবে ও CPIM প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ভুয়ো ভোটারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় খালসা হাইস্কুলেও। BJP-র অভিযোগ, এক যুবক বৈধ পরিচয়পত্র ছাড়াই ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকে ভোট দিচ্ছিলেন।

Share it