Leopard Attack
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: হিংস্র ও ধূর্ত লেপার্ডের সঙ্গে লড়াই জিতে চমকে দিলেন গোরেগাঁওয়ের এক বৃদ্ধা। ভয় না পেয়ে রুখে দাঁড়ানোয় রণেভঙ্গ দেয় লেপার্ড। রুদ্ধশ্বাস লড়াইয়ের সেই ভিডিওটি প্রকাশ করেছে সংবাদ সংস্থা ANI।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধা লাঠিতে ভর করে কোনওরকমে হেঁটে এসে একটি বাড়ির দালানে বসলেন। সেখানেই একটি কোণে ঘাপটি মেরে বসেছিল লেপার্ডটি। বৃদ্ধা সেটা খেয়াল করেননি। হয়ত চোখেও ভালো দেখতে পান না তিনি। দালানে বলে বৃদ্ধা যখন বিশ্রাম নিচ্ছেন, ঠিক তখনই সুযোগ বুঝে পিছন থেকে হামলা চালায় লেপার্ড। সন্তর্পণে প্রায় ঘাড়ের কাছে এসে পড়ে বৃদ্ধার। আচমকা ঘাড় ঘুরিয়েই বৃদ্ধা দেখতে পান লেপার্ডটি তাঁকে কামড়াতে আসছে। সঙ্গে সঙ্গে হাত চালিয়ে লেপার্ডটিকে তাড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু, তাতে লেপার্ডটি খুব একটা ভয় না পেয়ে ঝাঁপিয়ে পড়ে বৃদ্ধার গায়ে।


এরপরই পাশে রাখা লাঠিটি তুলে নিয়ে লেপার্ডকে পাল্টা আক্রমণ করেন বৃদ্ধা। এবার ভয় পেয়ে যায় লেপার্ড। বুঝতে পারে শিকারকে কাবু করা সম্ভব নয়। এরপরই রণেভঙ্গ দেয় লেপার্ড। শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে আশেপাশের লোকজন। ততক্ষণে গা ঢাকা দেওয়ার খুঁজে পাওয়া যায়নি লেপার্ডটিকে।

Share it