নিউজ ওয়েভ ইন্ডিয়া: বরাবরের মতো এবারেও মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী তিনি। বৃহস্পতিবার বিকাল ৩টে ১৫ মিনিট নাগাদ মিত্র ইনস্টিটিউশনে যান মমতা। সেখানে ভোট দিয়ে মিনিট তিনেকের মধ্যে বেরিয়ে যান তিনি। মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ও। স্ত্রী এবং পুত্রকে সঙ্গে নিয়ে ভবানীপুর উপনির্বাচনে ভোট দেন তিনি।
Bengal CM Mamata Banerjee casts her vote; 48.08% turnout till 3 pm#BhabanipurBypoll Live Updates: https://t.co/ZbJMCrQakA pic.twitter.com/rpWW2rcT0h
— The Indian Express (@IndianExpress) September 30, 2021
সপরিবারের বৃহস্পতিবার দুপুর ২টোর পর ভোট দিতে যান পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। চেতলা গার্লস স্কুলে ভোট দিয়েছেন তিনি।