Pujo No entry
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: করোনার তৃতীয় ঢেউ-এর চোঙ রাঙানির কারণে এবারেও ‘দর্শকশূন্য’ই থাকছে পুজো মণ্ডপ। গতবছরেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল হাই কোর্ট। এ বছরও পুজো মণ্ডপগুলি ‘নো এন্ট্রি জোন’-ই থাকছে, জানাল কলকাতা হাই কোর্ট।

আদালত পুজো মণ্ডপ ‘নো এন্ট্রি জোন’ রাখার নির্দেশ দিলে রাজ্যের কোনও আপত্তি নেই বলে জানান অ্যাডভোকেট জেনারেল। এরপরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। ফলে এবারের দুর্গাপুজো থেকে কালী পুজো হতে চলেছে দর্শকশূন্য মণ্ডপে।

গত বছর কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পুজো মণ্ডপগুলিকে ‘নো এন্ট্রি জোন’ বলে ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে একগুচ্ছ বিধিনিষেধও আরোপিত করা হয়েছিল। চলতি বছরেও সেই একই বিধিনিষেধ জারি থাকবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গতকালই পুজোর কথা মাথায় রেখে নাইট কারফিউ কিছুটা শিথিল করেছিল রাজ্য সরকার 10 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত এই বিধিনিষেধে কথা ঘোষণা করে রাজ্য।

Share it