নিউজ ওয়েভ ইন্ডিয়া: সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ এবার টাটা গোষ্ঠীর হাতে আসতে চলেছে। Air India বিলগ্নিকরণের শেষদিনে দরপত্র জমা দিয়েছিল Tata গোষ্ঠী। শুক্রবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, টাটা সন্সের জমা দেওয়া দরপত্রটি গ্রাহ্য হয়েছে। Air India কেনার বিষয়ে Tata-এর সঙ্গে জোর টক্কর ছিল Spicejet-এর।
It’s not Ok horn tata but Ok Hello tata ! After we are all done with the corny word play as a child of the air india family I’m rather pleased at the back to future development #Tata #airindia
— barkha dutt (@BDUTT) October 1, 2021
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সরকার নির্ধারিত সংরক্ষিত মূল্যের চেয়ে ৩ হাজার কোটি টাকা বেশি দর দিয়েছে টাটা। Spicejet-এর অজয় সিংয়ের থেকে Tata-রা ৫ হাজার কোটি টাকা বেশি দর হেঁকেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। যদিও সরকারি তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন AirIndia-এর বিলগ্নিকরণের দরপত্র নেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। ওইদিনেই দরপত্র জমা দিয়েছিল টাটা গোষ্ঠী। তারপর থেকেই জল্পনা চলছিল Tata গোষ্ঠী এয়ার ইন্ডিয়ার নতুন মালিক হতে চলেছে।
দেনার দায়ে ধুঁকছে এই সরকারি উড়ান সংস্থা। বাজারে এই মুহূর্তে তাদের ঋণের পরিমাণ ৪৩ হাজার কোটি টাকা। সরকার আগেই ঘোষণা করেছিল, এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ বিলগ্নিকরণ হবে। এখনও পর্যন্ত ৪ হাজার ৪০০ অভ্যন্তরীণ উড়ান ও ১ হাজার ৮০০ আন্তর্জাতিক বিমান চালায় এয়ার ইন্ডিয়া।