নিউজ ওয়েভ ইন্ডিয়া: তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হলেন অর্পিতা ঘোষ। সংবাদ সংস্থা ANI এই খবর জানিয়েছে। ১৫ সেপ্টেম্বর দলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন অর্পিতা। শুক্রবার থেকেই এই পদের দায়িত্বে এলেন তিনি। দলের সভাপতি সুব্রত বক্সী একটি অফিসিয়াল চিঠি দিয়ে রাজ্যসভা প্রাক্তন সাংসদকে একথা জানিয়েছেন।
West Bengal: Arpita Ghosh has been appointed as General Secretary of Trinamool Congress with immediate effect.
Ghosh resigned as Rajya Sabha MP on September 15
— ANI (@ANI) September 17, 2021
বিস্তারিত আসছে…