Modi Birthday
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হলেও জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠানোর ক্ষেত্রে সৌজন্যতা বজায় রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭১তম জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তবে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনও শুভেচ্ছাবার্তা পৌঁছয়নি নরেন্দ্র মোদীর কাছে।


অন্যদিকে মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। টুইটারে রাগা লেখেন, ‘শুভ জন্মদিন মোদীজি’। এরপরেই ট্রোলড হন তিনি। অনেকেই রাহুলের এই টুইটে নানা মজার মন্তব্য করেছেন। এদিন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’


উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু লেখেন, ‘তাঁর দূরদৃষ্টি, নেতৃত্ব, সেবামূলক কর্মকাণ্ড দেশকে সার্বিক উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। তাঁর আগামী দিনগুলি সুস্থ ও সুখের হোক।’

Share it