Dooars
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পুজোর মুখে সুখবর পর্যটকদের কাছে। প্রায় চার মাস পর খুলে গেল ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চল। তবে পর্যটকদের জন্য মানতে হবে করোনা বিধি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি পর্যটন ব্যবসায়ী থেকে পর্যটকরা।

কোভিড অতিমারির কারণে ৪ মে থেকে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চল। কয়েকদিন আগে থেকে বিধিনিষেধ শিথিল করা হলেও ডুয়ার্সের উদ্যান ও অরণ্য এত দিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়নি। ফলে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা বিশাল ক্ষতির মুখে পড়েছিল। পুজোর মুখে রাজ্যের এই সিদ্ধান্তে ফের হাসি ফুটেছে পর্যটক থেকে ব্যবসায়ী সবারই। বেশ কিছুদিন ধরেই রিসর্ট মালিক থেকে জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ব্যবসা শুরুর জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছিলেন।

তবে রাজ্য বন দফতরের তরফে জানানো হয়েছে, করোনা বিধি মানলে, তবেই পর্যটকরা জঙ্গলে ঢুকতে পারবেন। পর্যটকরা বিধিনিষেধ মানছেন কিনা, তাও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

Share it