Petrol-Diesel GST
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সস্তা হচ্ছে না পেট্রল-ডিজেল। আপাতত GST-এর আওতায় আসছে না পেট্রল-ডিজেল। পেট্রোপণ্য নিয়ে কেন্দ্রের এই পদক্ষেপে আপত্তি জানিয়েছে অধিকাংশ রাজ্য। তাদের বিরোধিতার জেরেই পেট্রল-ডিজেলকে GST-এর আওতায় আনা হচ্ছে না বলে কাউন্সিলের তরফে জানানো হয়েছে।

শুক্রবার GST কাউন্সিলের বৈঠকে পেট্রোপণ্যকে এর আওতায় আনার প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু এই প্রস্তাবের বিরোধিতায় একযোগে সরব হয় প্রায় সব রাজ্যই। এমনকি BJP শাসিত রাজ্যগুলিও আপত্তি জানায়। কেরল হাই কোর্টের নির্দেশের কারণেই পেট্রল ও ডিজেলকে GST-এর আওতায় আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।


পাশাপাশি, ক্যানসার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের উপর কর ১২ থেকে কমে ৫ শতাংশ করা হচ্ছে। এছাড়াও অনলাইনে খাবার ডেলিভারি সংস্থাগুলির উপর নতুন করে কোনও কর বসানো হচ্ছে না। আগের মতোই অপরিবর্তিত থাকছে পুরো কর কাঠামো। ফলে অনলাইনে খাবার অর্ডারের ক্ষেত্রে আগের থেকে বেশি খরচ হবে না। জানালেন কেন্দ্রের রাজস্ব সচিব।

Share it