নিউজ ওয়েভ ইন্ডিয়া: ২০ সদস্যের জাতীয় কর্মসমিতির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে তাঁর বাড়িতে জরুরি বৈঠক ডেকেছিলেন দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই নাম চূড়ান্ত হয়। পরে পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে বলে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন।
এই কমিটিতে মমতা ছাড়াও থাকছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, বুলুচিক বারিক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল এবং গৌতম দেব-সহ মোট ১৬ জন। পরে বাকি চারজনের নাম সহ পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে বলে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন।