নিউজ ওয়েভ ইন্ডিয়া: চিনের বিরুদ্ধে ফের ডিজিটাল স্ট্রাইক হানল ভারত। নতুন করে আরও ৫৪টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে দেশে। রবিবার এবিষয়ে টেলিকম মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। যদিও কী কী অ্যাপ ব্যান করে দেওয়া হয়েছে তা বিস্তারিতভাবে জানানো হয়নি।
সূত্রের খবর, ২০২০ সালে যে অ্যাপগুলি দেশে নিষিদ্ধ করা হয়েছিল সেগুলির মধ্যে অনেক অ্যাপই ক্লোন করে ফের ভারতে ফিরে এসেছিল। এবং Google Play Store এ সেগুলি ছিল। ওই ক্লোন অ্যাপগুলিকেও এবার নিষিদ্ধ করা হল। এবিষয়ে টেলিকম মন্ত্রকের তরফে বলা হয়েছে, “যে ৫৪টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে, সেগুলি আর Google Playstore-এর মাধ্যমে ভারতে ডাউনলোড করা যাবে না।”
এনিয়ে গত দু-বছরে মোট তিনবার অ্যাপ ব্যান করা হল। এখনও পর্যন্ত মোট ২২৪টি চিনা অ্যাপ সম্পূর্ণ ব্যান করা হয়েছে। এগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় Tiktok। এছাড়াও রয়েছে Helo, UC News, Bigo Live, UC Browser, ES File Explorer, MI Community-র মতো জনপ্রিয় অ্যাপগুলি।