Sandhya Mukhopadhyay
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ভালো আছেন তিনি। শুক্রবার কিংবদন্তি শিল্পীর লেফট ফিমার বোন সার্জারি হয়েছে। এমনটাই জানিয়েছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ।

বাড়ির বাথরুমে পড়ে কিংবদন্তি গায়িকার বাঁ-দিকের ফিমার বোনে চিড় ধরেছিল। সেইসঙ্গে তিনি কোভিডও আক্রান্ত হয়েছিলেন। কোভিড আক্রান্ত হওয়ার ফলে তাঁর অপারেশন করা সম্ভব হচ্ছিল না। এছাড়াও তাঁর কিডনি ও ফুসফুসেও সংক্রমণ বেড়েছিল। পাশাপাশি, গীতশ্রীর হৃদযন্ত্রেও সমস্যা (Ischemic Heart Disease) ধরা পড়েছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর ফুসফুস, কিডনি এবং হৃদযন্ত্র অনেকটাই স্বাভাবিক। সামগ্রিকভাবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

কোভিড পরীক্ষার রিপোর্ট আগেই নেগেটিভ এসেছিল। সেই কারণেই এদিন অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকেরা। প্রবীণ সংগীতশিল্পীকে ‘ওরাল ফিড’ করা হচ্ছে বলেই খবর। হাসপাতাল জানিয়েছে, ধীরে ধীরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

২৭ জানুয়ারি দুপুরে গ্রিন করিডোর করে SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল কিংবদন্তি শিল্পীকে। গঠন করা হয়েছিল বিশেষ মেডিক্যাল বোর্ড। পরে তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Share it