নিউজ ওয়েভ ইন্ডিয়া: জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল জম্মু ও কাশ্মীরের যৌথবাহিনী। রবিবার বান্দিপোরার ওয়াতরিনা গ্রামে যৌথবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে দুই জঙ্গি নিকেশ হয়েছে। গোটা এলাকায় এখনও ঘিরে রেখে চলছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, নিহত জঙ্গিদের একজন কাশ্মীরের BJP নেতা শেখ ওয়াসিম বারি ও তাঁর পরিবারের হত্যায় অভিযুক্ত।
In a joint op, two terrorists have been neutralised in the encounter. Both have been identified; one locally trained & 1 trained in Pakistan. One was involved in the killing of BJP leader late Waseem Bari: IGP Kashmir Vijay Kumar https://t.co/JI6wBftqjy pic.twitter.com/RPopkXbRxV
— ANI (@ANI) September 26, 2021
উত্তর কাশ্মীরের ওয়াতরিনা গ্রামে জঙ্গিরা আশ্রয় নিয়েছে গোপন সূত্রে খবর আসে পুলিশের কাছে। এরপরই পুলিশ, সেনা ও CRPF-এর যৌথ বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলে আচমকাই তারা গুলিবর্ষণ শুরু করে বাহিনীর উপরে। পালটা জবাব দেয় যৌথবাহিনীও। বেশ কয়েক ঘণ্টা লড়াইয়ের পর গুলিতে নিকেশ হয় দুই জঙ্গি।
গত জুলাই মাসে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি ও তাঁর পরিবারের সদস্যদের গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। ওয়াসিম বারি ছিলেন BJP-র প্রাক্তন জেলা সভাপতি। রবিবার এনকাউন্টারে সেই হত্যার ঘটনায় অভিযুক্ত এক জঙ্গি নিকেশ হয়েছে বলে জম্মু ও কাশ্মীর পুলিশের দাবি।