নিউজ ওয়েভ ইন্ডিয়া: আফগান-যুদ্ধে সবচেয়ে বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পাকিস্তান। সেদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র আসিম ইফতিকার আহমেদ এই দাবি করেছেন। তাঁর দাবি, আফগান গৃহযুদ্ধে ইতিমধ্যেই প্রায় ৮০ হাজারের মতো প্রাণহানি ঘটেছে পাকিস্তানে। আর্থিক ক্ষতি হয়েছে ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের।
একইসঙ্গে তালিবানকে সামরিক সাহায্যের বিষয়ে ইউরোপিয়ান পার্লামেন্টের অভিযোগ নিয়েও সোচ্চার হয়েছেন আসিম ইফতিকার আহমেদ। অভিযোগ, নস্যাৎ করে দিয়ে বিদেশ মন্ত্রকের বিদেশমন্ত্রকের মুখপাত্রের দাবি, দোহা শান্তি চুক্তি ও আন্ত-আফগান সমঝোতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। যদিও আগে থেকেই আফগানিস্তানের National Resistance Front-এর অভিযোগ, পঞ্জশিরে তালিবানকে বিশেষ সামরিক সাহায্য করেছে পাকিস্তান।
তালিবানরা কাবুল সহ গোটা আফগানিস্তানের দখল নিতেই পথে নেমে বিক্ষোভ দেখাতে দেখা গেছে আফগান নাগরিকদের। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসেন মহিলারাও। পাকিস্তানের ISI ও তালিবানদের বিরুদ্ধে সুর চড়ান তাঁরা। এর জেরে তালিবানি অত্যাচারের শিকার হতে হয় তাঁদের। বিক্ষোভের খবর দেখানোর জন্য মারধর করা হয় সাংবাদিকদেরও।