Babul at PC
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: “দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষকেই ২০২৪ সালে প্রধানমন্ত্রী পদে দেখতে চাই।” রবিবার সাংবাদিক সম্মেলনে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যে দেশের জনপ্রিয়তম নেতানেত্রীদের মধ্যে একজন বলেই মনে করি। তাই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিজের দলের নেত্রী মমতাকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আর এতে কোনও ভুল নেই।”

শনিবার তৃণমূলে যোগ দেওয়ার পর রবিবার দলের হয়ে প্রথম সাংবাদিক বৈঠক করেন বাবুল সুপ্রিয়। এক পাশে ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং অন্য পাশে লোকসভার সাংসদ সৌগত রায়।

তাঁকে নিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ তথা সঙ্গীতশিল্পী কবীর সুমনের মন্তব্যকেও উপেক্ষা করলেন পদ্মফুল থেকে সদ্য জোড়াফুল শিবিরে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়। রবিবার সাংবাদিক বৈঠকে সুমন প্রসঙ্গ এড়িয়ে বাবুল জানিয়ে দেন, ইতিবাচক মানসিকতা নিয়েই তিনি নতুন পথে চলতে চান।

সঙ্গতভাবেই রবিবার সাংবাদিক বৈঠকে ‘ঝালমুড়ি’ প্রসঙ্গও উঠে আসে। সেই প্রসঙ্গ উঠতেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হাসতে হাসতে বলেন, ‘ভিক্টোরিয়ার সামনে যে কেউ আমাকে ঝালমুড়ি অফার করলে আমি সবসময়ই ‘হ্যাঁ’ বলতাম। আর সেখানে তো কথাই নেই। ঝালমুড়ি অফার করছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। তাহলে আমি কেন খাব না বলুন তো?’

Share it