নিউজ ওয়েভ ইন্ডিয়া: পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চরণজিৎ সিংহ চান্নি। অমরিন্দর মন্ত্রিসভায় কারিগরী শিক্ষা দফতরের দায়িত্বে ছিলেন তিনি। এবার তিনি ক্যাপ্টেনের স্থলাভিষিক্ত হতে চলেছেন। রবিবার বিকেলে টুইটারে তাঁর নাম ঘোষণা করেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হরিশ রাওয়াত।
পঞ্জাবের দলিত রাজনীতির পরিচিত মুখ চরণজিৎ সিং চন্নি। নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে শনিবার বিকেলেই বৈঠকে বসেছিল কংগ্রেসের পরিষদীয় দল। সেখানে দলের ৮২ জনের মধ্যে ৮০ জন বিধায়কই উপস্থিত থাকলেও ক্যাপ্টেন নিজে এবং তাঁর ঘনিষ্ঠ এক বিধায়ক হাজির ছিলেন না। কংগ্রেস পরিষদীয় দলের ওই বৈঠকে সোনিয়া গান্ধীর ওপর পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব তুলে দেন দলের বিধায়করা। তারপরই তৎপর হয় হাই কম্যান্ড।
It gives me immense pleasure to announce that Sh. #CharanjitSinghChanni has been unanimously elected as the Leader of the Congress Legislature Party of Punjab.@INCIndia @RahulGandhi @INCPunjab pic.twitter.com/iboTOvavPd
— Harish Rawat (@harishrawatcmuk) September 19, 2021
শনিবার অমরিন্দর সিংহের পদত্যাগের পর থেকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে একাধিক নাম উঠে আসছিল। তালিকায় ছিলেন অম্বিকা সোনির মতো প্রবীণ কংগ্রেস নেতাও। উঠে আসে সুখজিন্দর সিংহ রনধাওয়ার নামও। যদিও কংগ্রেস সূত্রে খবর, বিধায়কদের একাংশ সুখজিন্দরের নাম নিয়ে আপত্তি জানান। শেষ পর্যন্ত উঠে আসে চরণজিতের নাম। তাতে চূড়ান্ত সিলমোহর দেয় পঞ্জাব কংগ্রেস। রবিবারই রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে পারেন চরণজিৎ সিং চন্নি।