Babul in tmc
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শনিবারের বারবেলায় বিরাট ধাক্কা পদ্ম শিবিরে। আচমকাই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আসানসোলের BJP সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূলে যোগ দেন তিনি।


যোগদান সভায় উপস্থিত ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। বাবুল সুপ্রিয়কে স্বাগত জানিয়ে একটি টুইটও করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর তৃণমূলে যোগদান, রাজ্য গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহলের বড় অংশ।

২০২১-এর বিধানসভা নির্বাচনে টালিগঞ্জে BJP-এর হয়ে লড়ে হার স্বীকার করতে হয় বাবুলকে। এরপর ৭ জুলাই মোদি মন্ত্রিসভার রদবদলে মন্ত্রিত্ব হারান তিনি। তাতেই কিছুটা মনক্ষুন্ন হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এই নিয়ে তিনি ফেসবুকে ক্ষোভ উগরে দেন। পোস্টে বাবুল সুপ্রিয় লেখেন, ‘ধোঁয়া যখন আছে, তখন নিশ্চিতভাবেই কোথাও আগুনও লেগেছে।’

এরপর, ৩১ জুলাই ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন বাবুল সুপ্রিয়। তিনি লেখেন, ‘অন্য কোনও দলে যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম – কোথাও নয়। কনফার্ম করছি। কেউ আমাকে ডাকেওনি। আমি কোথাও যাচ্ছি না। সমাজসেবা করতে গেলে রাজনীতিতে থাকা জরুরি নয়।’ সেইসঙ্গে ফেসবুক পোস্টে বাবুল ঘোষণা করেন, তিনি সাংসদ পদ থেকেও অবশ্যই ইস্তফা দিচ্ছেন। যদিও পরে BJP শীর্ষ নেতৃত্বের অনুরোধে সাংসদ পদে থেকে যান তিনি।

কিছুক্ষণ পরেই অবশ্য বাবুল ওই ফেসবুক পোস্ট এডিট করে, অন্য দলে যোগ না দেওয়ার প্রসঙ্গটি বাদ দিয়ে দেন। তখন থেকেই রাজ্য-রাজনীতির অলিন্দে জোর জল্পনা ছিল, BJP ছেড়ে অন্য কোনও দলে যাওয়ার দরজা খোলা রাখলেন বাবুল?

Share it