নিউজ ওয়েভ ইন্ডিয়া: দেশে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। একাধিক রাজ্য থেকে ছ’জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এই ছ’জনের মধ্যে রয়েছে পাকিস্তানে ট্রেনিং নেওয়া ২ জঙ্গিও।
সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গেছে, ধৃতদের উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ধৃত ৬ জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক। এগুলির মধ্যে IED আছে বলেও মনে করা হচ্ছে। সন্দেহভাজন জঙ্গিদের লাগাতার পুলিশি জেরা করা হচ্ছে বলা জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজনের বয়স রয়েছে মাত্র ২২। বাকিরা ৪০-এর আশেপাশে। নবরাত্রি এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে নাশকতার ছক কষা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। সন্দেহভাজন জঙ্গিরা হামলার আগে বেশ কয়েকটি শহরে রেকি চালাচ্ছিল।
স্পেশাল সেলের CP নীরজ ঠাকুর জানিয়েছেন, এই চক্রের নেটওয়ার্ক দেশের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে রয়েছে। দাউদ ইব্রাহিমের ভাই আনিস এই চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে এই চক্রকে অর্থ সাহায্য করা হত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।