Crime Record
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: অপরাধের নিরিখে দেশের অন্যান্য মেট্রো শহর গুলির মধ্যে ‘নিরাপদতম’ কলকাতা। কেন্দ্রীয় সংস্থার দেওয়া রিপোর্টেই এই তথ্য প্রকাশিত হয়েছে। ‘ক্রাইম ইন ইন্ডিয়া, ২০২০’ শীর্ষক সেই রিপোর্টে বলা হয়েছে যে, গত তিন বছরে নিয়মিত হারে অপরাধের সংখ্যা কমেছে বাংলার রাজধানীতে। এমনকি, মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনাতেও দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইয়ের মতো শহরগুলিকে টেক্কা দিয়েছে তিলোত্তমা।

রিপোর্টে উল্লেখ, 2020 সালে কলকাতায় মেয়েদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২,০০১। সেখানে বেঙ্গালুরুতে সংখ্যাটা ২,৭৩০ এবং দেশের রাজধানী দিল্লিতে ৯,৭৮২। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে নথিভুক্ত অপরাধের সংখ্যা ৪,৫৮৩টি। ধর্ষণ এবং পণ না দেওয়ায় মৃত্যুর ঘটনাতেও দিল্লি, বেঙ্গালুরু এবং মুম্বইয়ের থেকে পিছিয়ে রয়েছে কলকাতা।

National Crime Record Bureau (NCRB)-এর রিপোর্টে প্রকাশিত তথ্য উল্লেখ করে একটি প্রথম সারির বাংলা সংবাদপত্র এই খবর প্রকাশ করেছে। সেখানে পরিসংখ্যান প্রকাশ করে জানানো হয়েছে, ২০২০ সালে প্রত্যেক লক্ষ জনসংখ্যায় কলকাতায় মোট অপরাধের হার যেখানে ১২৯.৫, যেখানে চেন্নাইয়ে অপরাধের হার ১৯৩৭.১, দিল্লিতে ১৬০৮.৬, আমদাবাদে ১৩০০, বেঙ্গালুরুতে ৪০১.৯ এবং মুম্বইয়ে ৩১৮.৬।

গত দু’বছরের তুলনায় সামগ্রিকভাবে নথিভুক্ত অপরাধের সংখ্যাও হ্রাস পেয়েছে কলকাতায়। ২০১৮ সালে কলকাতায় মোট অপরাধের সংখ্যা ছিল ১৯,৬৮২। ২০১৯-এ কমে হয়েছিল ১৭,৩২৪। ২০২০ সালে তা আরও কমে হয়েছে ১৫,৫১৭। যেখানে মুম্বইয়ে গত এক বছরে অপরাধের সংখ্যা ৫০,১৫৮, দিল্লিতে ২,৪৫,৮৪৪। যেখানে দিল্লির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে। সেখানে এই পরিসংখ্যান নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে কেন্দ্রীয় সরকারের। চেন্নাইয়ে নথিভুক্ত অপরাধের সংখ্যা ৮৮,৩৮৮। গুজরাতের আমদাবাদে নথিভুক্ত অপরাধের সংখ্যা ৬১,৩৯৫।

Share it