নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাজ্যে বিধিনিষেধের সময়সীমা ফের বাড়ল। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে। থাকছে রাত্রিকালীন বিধিনিষেধও। বুধবার নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আরও ১৫ দিন কোভিড বিধিনিষেধ জারি থাকবে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই মে মাস থেকে জারি রয়েছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ। প্রথম দিকে গণপরিবহণ, জিম, রেস্তরাঁ, পার্ক, সিনেমাহল সমস্ত কিছু বন্ধ রাখা হয়েছিল। পরে অবশ্য ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। বিধিনিষেধ জারি থাকলেও একাধিক ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য।
রাজ্যে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কোভিড বিধিনিষেধ জারি ছিল। বুধবার রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বাড়ানো হল বিধিনিষেধের সময়সীমা। রাত ১১ থেকে ৫ টা পর্যন্ত আগের মতোই জারি থাকবে নাইট কারফিউ। তবে এদিনও রাজ্যের নির্দেশিকায় লোকাল ট্রেন চালুর বিষয়ে কোনও উল্লেখ করা হয়নি। ফলে আপাতত যে লোকাল ট্রেন চলবে না, তা স্পষ্ট।