CBI at Birbhum
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: এবার BJP কর্মী খুনের ঘটনায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হাজির হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। সেখান থেকে বেশ কিছু তৃণমূল নেতার নাম ও নম্বর সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে। তবে এনিয়ে কিছু বলতে চাননি CBI-এর আধিকারিকরা।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের গণনার দিন অর্থাৎ ২ মে সন্ধ্যায় বাড়ির সামনে খুন হন বোলপুর বিধানসভার ইলামবাজার থানার গোপালনগর গ্রামের BJP কর্মী গৌরব সরকার (২৯)। ওই খুনের ঘটনায় CBI একই গ্রামের বাসিন্দা দিলীপ মির্ধা ওরফে গোনাকে হুগলি শেওড়াফুলি থেকে গ্রেফতার করে। সোমবার তাকে বোলপুর আদালতে তুলে চারদিনের হেফাজতে নেয়। তাকে জিজ্ঞাসাবাদের পর CBI সোমবার সন্ধ্যায় পৌঁছে যায় তৃণমূলের ইলামবাজার কার্যালয়ে। সেখানে তখন ছিলেন অফিসের সম্পাদক সৈয়দ তোসারৎ হোসেন ওরফে বাবর। CBI আধিকারিকরা তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর তদন্তের স্বার্থে বিগত দুটি নির্বাচনে ১৩৫/১৩৭ নম্বরের তৃণমূল বুথ এজেন্ট এবং অঞ্চল সভাপতির নাম ও নম্বর দেওয়ার আবেদন লিখিতভাবে জানায় CBI। মঙ্গলবার বিকেলে ফের তৃণমূলে কার্যালয়ে গিয়ে সেই সমস্ত নাম ও নম্বর সংগ্রহ করে নিয়ে যায় বলে জানান বাবর হোসেন।

অন্যদিকে নলহাটিতে BJP কর্মী খুনে জেল বন্দি মইনুদ্দিন শেখ ও ইমরান শেখকে জেলের মধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রামপুরহাট মহকুমা আদালতে আবেদন করেছিল CBI। কিন্তু পদ্ধতিগত ত্রুটি থাকায় এদিন আদালত তাদের আবেদন মঞ্জুর করেননি। ধৃতদের পক্ষের আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “হঠাৎকরেই CBI দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিল। কিন্তু পদ্ধতিগত ত্রুটির জন্য বিচারক তাদের আবেদন মঞ্জুর করেননি। তবে বুধবার ওই আবেদনের ফের শুনানি হবে।”

Share it