Susmita Deb
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। টুইট করে এ কথা জানানো হয়েছে দল। কংগ্রেস ছেড়ে কিছুদিন আগেই তৃণমূলে যোগ দেন প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা।

রাজ্যসভায় যাওয়ার খবরে খুশি সুস্মিতা দেব। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, “আদর্শ নিয়ে সংসদে সোচ্চার হওয়াই আমার লক্ষ্য। দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”


শিলচরের পাশাপাশি ত্রিপুরাতেও সুস্মিতা দেবকে সামনে রেখেই আন্দোলন সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, রাজ্যসভার ভোট হবে আগামী ৪ অক্টোবর।

Share it