Yuvraj on Puja
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: গণেশ চতুর্থীদের দেশজুড়ে ভক্তদের উৎসবের মেজাজ করোনা পরিস্থিতির জেরে খানিক ফিকে হলেও পুজো এবং ভোগ বিতরণে কোনও খামতি দেখা গেল না। বরং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের উদ্যোগ মন ভরিয়ে দিল তাঁর অনুরাগীদের। একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন গণপতি বাপ্পার আশির্বাদ যেন সবার ওপর বর্ষিত হয়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে দুধের প্যাকেট খুলে নিজেই ভোগ রান্না করছেন যুবরাজ। সঙ্গে রয়েছেন তাঁর মা শবনম। সেই রান্নার শেষে তা বস্তিবাসীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে যুবরাজের এই উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরা।

Share it